ব্রেকিং নিউজ
রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন ঢাকায় মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহারে গুনতে হবে টাকা দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫/১২/২০২৩, ৭:৩৬:৫৩ AM

প্রতারণার আরেক এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’ , বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনপেসিভ এমএলএম কোম্পানি ‘অনপেসিভে’ বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে সতর্কবার্তা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংককের সহকারী মুখপাত্র সাঈদা খানম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনপেসিভ এমএলএম কোম্পানি ‘অনপেসিভে’ বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে সতর্কবার্তা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংককের সহকারী মুখপাত্র সাঈদা খানম  এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন পঞ্জি স্ক্রিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা সংঘটনের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা সংঘঠিত হওয়ার নজির পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামে অনুরূপ একটি এমএলএম প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে। অনপেসিভ নামক এ পঞ্জি স্কিমে ইতোমধ্যে  বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। উল্লেখ্য, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণা একটি সম্পৃক্ত অপরাধ। 

অনপেসিভ বা এ ধরনের প্রতারণমূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনের সহায়তা প্রদান ও প্রচার করে আনার সংঘটন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।